IQNA

অডিও | ষাটের দশকে আব্দুল বাসিতের মনোমুগ্ধকর তিলাওয়াত

20:01 - November 09, 2020
সংবাদ: 2611784
তেহরান (ইকনা): সম্প্রতি মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের একটি অডিও ফাইন সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই তিলাওয়াতটি তিনি ১৯৬০ সালে মিশরের একটি স্টুডিওতে করেছেন।

সূরা মূ’মিনুনের কয়েকটি আয়াত তিনি মিশরীয় টেলিভিশনের স্টুডিওতে তিলাওয়াত করেছিলেন এবং তখন এই তিলাওয়াতটি রেকর্ড করা হয়েছিল। iqna

 

 

 

captcha